গোপালগঞ্জের কাশিয়ানীতে বিদ্যুতের ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নাতিকে বাঁচাতে গিয়ে দাদি ও এক প্রতিবেশীসহ তিনজনের মৃত্যু হয়েছে। শনিবার (১৭ জানুয়ারি) দিবাগত রাত সাড়ে ৮টার দিকে কাশিয়ানী উপজেলার রাজপাট ইউনিয়নের তেঁতুলিয়া গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহতরা হলেন—তেঁতুলিয়া গ্রামের মোশারেফ শিকদারের স্ত্রী রাহেলা বেগম (৫০), তাঁর নাতি সজীব শিকদারের ছেলে সাইফান শিকদার (৮) এবং প্রতিবেশী হানিফ শিকদারের ছেলে ইরান শিকদার (৫৫)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ইঁদুরের হাত থেকে বোরো ধানের চারা রক্ষার জন্য সজীব শিকদারের বাড়ির পাশের জমিতে বিদ্যুতের তার দিয়ে ফাঁদ তৈরি করা হয়েছিল। শনিবার সন্ধ্যার পর অসাবধানতাবশত ওই তারে বিদ্যুতের লিকেজে শিশু সাইফান বিদ্যুৎস্পৃষ্ট হয়। বিষয়টি দেখে তাকে বাঁচাতে দাদি রাহেলা বেগম এগিয়ে গেলে তিনিও বিদ্যুতের স্পৃষ্ট হন এবং ঘটনাস্থলেই মারা যান। পরে তাদের উদ্ধার করতে গিয়ে প্রতিবেশী ইরান শিকদারও বিদ্যুতের ফাঁদে জড়িয়ে পড়ে ঘটনাস্থলেই মারা যান। গুরুতর আহত অবস্থায় শিশু সাইফানকে স্থানীয়রা উদ্ধার করে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহফুজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশগুলোর সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। এদিকে একই পরিবারের দাদি ও নাতির মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

রোববার, ০১ ফেব্রুয়ারি ২০২৬
প্রকাশের তারিখ : ১৮ জানুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন